সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বাবুগঞ্জ–মুলাদী (বরিশাল-৩) আসনের বাবুগঞ্জ অংশে মোট ৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আগামী ২৪ দিন ভোটকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এহতেশামুল হক বলেন, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও ভোটকেন্দ্রসংলগ্ন স্থানে পুলিশের দৃশ্যমান টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি চেকপোস্ট বসানো হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে এবং ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’ পরিচালনা করা হচ্ছে।
বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটকেন্দ্রগুলো ঝুঁকির মাত্রা অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়েছে— ১৭টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, ১৮টি কম ঝুঁকিপূর্ণ এবং ১৯টি সাধারণ ভোটকেন্দ্র। ভোটগ্রহণ শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি কেন্দ্রকে অস্ত্রসহ পুলিশের বিশেষ টিম দ্বারা সুরক্ষা দেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে থাকবে বডি-ওর্ন ক্যামেরা।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, “নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.