নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি করার অভিযোগে ‘আজাদ ফিলিং স্টেশন’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিনা তানী।
বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানকালে দেখা যায়, প্রতিটি ১০ লিটার তেলের বিপরীতে ১০০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছিল। গ্রাহককে ওজনে ঠকানোর এই অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর পরিদর্শক (মেট্রোলজি) মোঃ আরিফ হোসেন আসিফ। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব ও ওজনে সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে ওজন ও পরিমাপে স্বচ্ছতা আনতে বিএসটিআই’র তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.