ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ মো. সাহাদাত হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. সফিকউর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে সাহাদাত হোসেনকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত সাহাদাত হোসেনের বিরুদ্ধে পরিদর্শক নিজেই বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৬, তারিখ: ১৭/০১/২০২৬ ইং।
জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার এই বিশাল চালানটি 'সেকেন' নামক এক ব্যক্তিকে হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মাদক চক্রের এই গুরুত্বপূর্ণ যোগসূত্রটি এখন ডিএনসি কর্মকর্তাদের নজরে রয়েছে।
রোববার সন্ধ্যায় তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আটক আসামির ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। কল লিস্ট এবং মেসেজ পর্যালোচনার মাধ্যমে এই চক্রে আর কে বা কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাকে মাদকমুক্ত করতে এ ধরণের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.