খুলনা প্রতিনিধি
দীর্ঘদিন ধরে জমি জমা বিরোধের জের ধরে খুলনার তেরখাদা উপজেলার নেবুদিয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় ছয়জন আহত হয়েছেন। হামলাটি ঘটেছে রবিবার (১৮ জানুয়ারি,২০২৬) সন্ধ্যায় নেবুদিয়া মোল্লাবাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজের পর।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লা শাহজাহান (টুকুর) নেতৃত্বে ৮–১০ জন ব্যক্তি কিবরিয়া মোল্লা (৭০)কে হাতুড়ি ও রামদা নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। এ সময় তার ছেলে জিল্লু মোল্লা (২০), জিল্লাল মোল্লা (১৮), মেয়ে হাওয়া খাতুন (২৩), স্ত্রী রানু বেগম (৫৫) ও শুকুর মোল্লা (৩৫) ঘটনা ঠেকাতে গেলে তাদের উপরও হামলা চালানো হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর জখম কিবরিয়া মোল্লা, হাওয়া খাতুন ও জিল্লালকে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনজনের অবস্থা মারাত্মক।
ঘটনার বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। ভুক্তভোগীরা থানায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা হামলাকে নিন্দাজনক হিসেবে উল্লেখ করেছেন এবং দ্রুত শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

