Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী শ্রমিক নিহত,কোটালীপাড়ার পাইকের বাড়ী গ্রামে শোকের মাতম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মাদারীপুরের ঘটকচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাঁচ নারী শ্রমিক নিহত হওয়ার খবরে তাদের নিজ গ্রাম পাইকের বাড়ীতে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরের ঘটকচর এলাকায় সার্বিক পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ী গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন— পাইকের বাড়ী গ্রামের পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) এবং পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০)।

পাইকের বাড়ী গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ জানান, রবিবার ভোরে ওই পাঁচ নারী দিনমজুরের কাজ করতে মাদারীপুরের বিভিন্ন এলাকায় যান। কাজ শেষে ইজিবাইকে করে ফেরার পথে ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন, যার মধ্যে গ্রামের পাঁচ নারী শ্রমিকও রয়েছেন।

একই গ্রামের গৃহিণী কাজল বাড়ৈ বলেন, “আমাদের এলাকার অনেক মানুষই জীবিকার তাগিদে মাদারীপুরে দিনমজুরের কাজ করতে যান। কিন্তু দুলালী, অমিতা, আভা, শেফালী ও কামনা কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরে আসবেন—এটা কেউ কল্পনাও করেনি। আমরা নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই।”

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিহতদের মরদেহগুলো রাতেই গ্রামে আনা হয়েছে। বর্তমানে দাহকার্য সম্পন্ন করা হচ্ছে। আমি নিহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সরকারের কাছে যথাযথ সহায়তার দাবি করছি।”

এই দুর্ঘটনায় পুরো পাইকের বাড়ী গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।