কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ এ জাতীয় পর্যায়ে তাৎক্ষণিক অভিনয় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেছে কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী মোহসিনা মাহজাবিন নিরা।
আজ সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মাঠে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অসাধারণ অভিনয় দক্ষতা, সাবলীল উপস্থাপন ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয় মোহসিনা মাহজাবিন নিরা।
মোহসিনা মাহজাবিন নিরা কাঠালিয়া উপজেলার পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনউদ্দীন নিউটন ও পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা রেদওয়ান শিল্পী দম্পতির ২য় সন্তান।
মোহসিনা নিরা এর পূর্বে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে তাৎক্ষণিক অভিনয় প্রথম স্থান অধিকার করেছেন। মোহসিনার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.