জয়পুরহাট প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে জয়পুরহাটে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। তিনি বলেন, “যাতে আগের মতো আর কোনো স্বৈরাচারী সরকার মানুষকে গুম, হত্যা কিংবা রাস্তায় নিপীড়ন চালাতে না পারে, সেজন্যই ‘হ্যাঁ-না’ ভোটের উদ্যোগ। সংস্কারের অংশ হিসেবে এই ‘হ্যাঁ-না’ ভোট এ সরকারের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। সংস্কারের জন্যই এ সরকার এসেছে, সংস্কারই এ সরকারের ম্যান্ডেট।”
তিনি আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সর্বোচ্চ সমন্বয় নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন আল মামুন, জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা, জেলা কৃষি অফিসার সাদিকুল ইসলামসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আসন্ন সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে করণীয়, ভোটারদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদারের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। সভা থেকে নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত সকল সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.