হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় প্রতারক চক্র আবারও অভিনব কৌশলে ভ্যান চুরি করেছে। গরিব ও অসহায় ভ্যানচালকদের টার্গেট করে ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দিয়ে ঘটানো এই ঘটনায় এলাকাবাসীতে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
সোমবার দুপুরে বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি বেদেপাড়ার বাসিন্দা খোকন মোল্লাহ (৬০)-এর ভ্যানটি চুরি হয়। তিনি মৃত হালিম মোল্লাহর ছেলে এবং পেশায় ভ্যানচালক।
ভুক্তভোগী খোকন মোল্লাহ জানান, একটি মোটরসাইকেল আরোহী তার ভ্যানে বসতপুর যাওয়ার কথা বলে ওঠে এবং তাকে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে যায়। সেখানে পৌঁছালে একজন ব্যক্তি নিজেকে ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দেন। এরপর তাকে বাগআঁচড়া দারুণ আমান ট্রাস্ট ও একটি স্কুল সংলগ্ন বাড়ির নিচে ভ্যান রেখে আসতে বলা হয়। ভেতরে ঢোকার পর ফিরে এসে খোকন মোল্লাহ দেখেন, তার ভ্যানটি নিখোঁজ।
কান্নাজড়িত কণ্ঠে খোকন মোল্লাহ বলেন, “এই ভ্যানটাই আমার একমাত্র সম্বল। অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কিস্তিতে কিনেছি। আমার নিজের কোনো জমি বা ঘরবাড়ি নেই। ভ্যানটাই দিয়েই দুই বেলার খাবার চলতো। এখন ভ্যানটা হারিয়ে আমি পুরোপুরি পথে বসে গেছি।”
স্থানীয়রা জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও একই এলাকায় একই কৌশলে ভ্যান চুরির ঘটনা ঘটেছিল। প্রশাসনের যথাযথ নজরদারি না থাকায় প্রতারক চক্র আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ তাদের।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের নিয়মিত টহল ও নজরদারি নিশ্চিত না হলে গরিব ও অসহায় মানুষদের টার্গেট করে এমন অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এখনো পর্যন্ত ভ্যান চুরির বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

