Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ইউনাইটেড পেট্রোল পাম্পে ডাকাতি: দুই লাখ টাকা লুট

ফরিদপুর প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার মুন্সী বাজারে অবস্থিত ইউনাইটেড পেট্রোল পাম্পে সোমবার (১৯ জানুয়ারি)  রাত ৩:৩০ থেকে ৪:৩০ টার মধ্যে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পাম্প থেকে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।

পেট্রোল পাম্পের ম্যানেজার মো. সাইদুর রহমান জানান, রাত ৪টার দিকে ১১ জন ডাকাত দক্ষিণ দিক থেকে পাম্পে প্রবেশ করে। তারা দায়িত্বে থাকা নজেল ম্যান ও মিটার ম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা ক্যাশ রুমের চাবি চাইলে দুই জন কর্মচারী তা দিতে অস্বীকৃতি জানায়। এর পর ডাকাতরা তাদের মারপিট করে।

পরে ডাকাতরা ক্যাশ রুমের তালা কেটে ১ লাখ ৯৮ হাজার টাকা, মোবাইল ফোন, কম্পিউটার এবং সিসি ক্যামেরার মেশিন লুট করে। এ সময় একটি মনিটরও ভাঙচুর করা হয়। ডাকাতরা সংঘবদ্ধভাবে একই দিকে পালিয়ে যায়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।