মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটের গাংনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টায় গাংনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মাসুদ রানার। সাধারণ সম্পাদক মোঃ মোরছালিম শেখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শিকদার হারুন আল রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুল হক মুন্সি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মেজবাহ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা মাসুদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক পাভেল মাহমুদ পরশ, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেদায়েত উল্লাহ, চুনখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান, চুনখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফকির মোয়াজ্জেম হোসেন, গাংনী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এস এম পারভেজ এবং কে.আর কলেজ ছাত্রদলের সভাপতি ইরান মোল্লা।
অনুষ্ঠানে উপস্থিতরা একযোগে কোরআন খতম শেষে দোয়া পরিচালনা করেন এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

