কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, “আমার দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। ব্যক্তিগতভাবে আমি প্রতিহিংসার রাজনীতিকে ঘৃণা করি।”
সোমবার কোটালীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশের জনগণের প্রতি তারেক রহমানের অগাধ ভালোবাসা রয়েছে এবং তিনি নিজেও এ অঞ্চলের মানুষদের পাশে থাকতে চান।
কোটালীপাড়া-টুঙ্গিপাড়া উপজেলার উন্নয়নের বিষয়ে তিনি জানান, সংসদ সদস্য নির্বাচিত হলে মাদক নির্মূল, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও নারী উন্নয়নের মাধ্যমে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করবেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান হাওলাদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

