তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
“বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করাই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে তালা প্রেসক্লাব হলরুমে দৈনিক জনবাণী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি আজমল হোসেন জুয়েল।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মারুফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, সাংবাদিক সেলিম হায়দার, জয়দেব চক্রবর্তী, শাহিন বিশ্বাস, যুবদল নেতা সাইদুর রহমান সাইদ সহ বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন দৈনিক কলের কণ্ঠের এম এম রোকনুজ্জামান টিপু, দৈনিক যশোর বার্তার খলিলুর রহমান লিথু, দৈনিক সত্যপাঠের মোঃ আজিজুল ইসলাম, দৈনিক রানারের ইমরান হোসেন, দৈনিক সকাল বেলা’র কে এম শাহিনুর রহমান, রাজু আহম্মেদ, দৈনিক বর্তমানের কামাল হোসেন এবং দৈনিক দক্ষিণের মশাল এর অর্জুন বিশ্বাস।

