Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের সখীপুরে জন্মগত জটিলতায় ১০ মাসের শিশু মেহেরের জীবন বাঁচাতে সহায়তা আহ্বান

সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের ১০ মাস বয়সী শিশু মেহের সিকদার জন্মের পর থেকেই জীবনযুদ্ধে লড়াই করছে। জন্মগত জটিলতার কারণে শিশুর স্বাভাবিক পায়খানার রাস্তা না থাকায় পরিবারকে দ্রুত চিকিৎসা করাতে হয়।

প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে শিশুর পেটের বাম পাশে কৃত্রিম পায়খানার রাস্তা তৈরি করেন। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, মেহেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আরও একটি জরুরি ও ব্যয়বহুল অস্ত্রোপচার প্রয়োজন, যার খরচ ধরা হয়েছে প্রায় ১.৫ লাখ টাকা।

শিশুটির বাবা জীবন সিকদার একজন রাজমিস্ত্রি এবং দাদা মোতালেব সিকদার একজন দিনমজুর। সীমিত আয়-রোজগারের কারণে পরিবার এ পর্যন্ত চিকিৎসার খরচ চালাতে নিঃস্ব হয়ে পড়েছে। পরিবারের সদস্যরা দেশ-বিদেশের দাতা সংস্থা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সহমর্মী মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

সহায়তা পাঠানোর জন্য যোগাযোগের নম্বর (বিকাশ): 01725861713 (মোতালেব সিকদার)। পরিবার আশা করছেন, প্রয়োজনীয় চিকিৎসা পেলে শিশু মেহের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।