সখীপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের ১০ মাস বয়সী শিশু মেহের সিকদার জন্মের পর থেকেই জীবনযুদ্ধে লড়াই করছে। জন্মগত জটিলতার কারণে শিশুর স্বাভাবিক পায়খানার রাস্তা না থাকায় পরিবারকে দ্রুত চিকিৎসা করাতে হয়।
প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে শিশুর পেটের বাম পাশে কৃত্রিম পায়খানার রাস্তা তৈরি করেন। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, মেহেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আরও একটি জরুরি ও ব্যয়বহুল অস্ত্রোপচার প্রয়োজন, যার খরচ ধরা হয়েছে প্রায় ১.৫ লাখ টাকা।
শিশুটির বাবা জীবন সিকদার একজন রাজমিস্ত্রি এবং দাদা মোতালেব সিকদার একজন দিনমজুর। সীমিত আয়-রোজগারের কারণে পরিবার এ পর্যন্ত চিকিৎসার খরচ চালাতে নিঃস্ব হয়ে পড়েছে। পরিবারের সদস্যরা দেশ-বিদেশের দাতা সংস্থা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সহমর্মী মানুষদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সহায়তা পাঠানোর জন্য যোগাযোগের নম্বর (বিকাশ): 01725861713 (মোতালেব সিকদার)। পরিবার আশা করছেন, প্রয়োজনীয় চিকিৎসা পেলে শিশু মেহের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.