Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ সফল করতে টাস্কফোর্স কমিটির সভা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শতভাগ সফল করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দীনেশ সরকার।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্ম
কর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম, নির্বাচনী আচরণবিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল মাফি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হোসেন হিমু, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাড়ি, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সুমন শিকদার, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আক্তারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সময়মতো নিবন্ধন সম্পন্ন করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি নাগরিক সচেতনতার বিষয়ও। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল করতে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো এবং বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর সহযোগিতায় কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।