মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বিএনপি'র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রুপকার, মহান স্বাধীনতার ঘোষক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মেলান্দহ উপজেলা ও পৌর এবং হাজরাবাড়ী পৌর বিএনপির ষৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনও বক্তব্য রাখেন, জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের এমপি পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৬ মার্চ রাতে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা করেন।
পরবর্তীতে তিনি ১৯৭৫ সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়ে পরবর্তীতে তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেন। তিনি একজন সৎ আদর্শ সাদামাটা মানবিক মনের মানুষ ছিলেন। তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন।
তাই বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন। তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, গণতন্ত্র ফিরিয়ে আনতে আপোষহীন যোদ্ধা ছিলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, তাঁর নাম বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।মহান আল্লাহ পাক যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে জান্নাত নসীব করেন।
এ সময় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক, শাহ মোঃ তালাদ মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, মেলান্দহ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহেদ নেওয়াজ পলিন,উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.