Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গণভোট ঘিরে গাজীপুর সিটি কর্পোরেশনের ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
জানুয়ারি ১৯, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের মাসব্যাপী প্রচারণা কার্যক্রমে নতুন গতি এসেছে।

নগরীর বিভিন্ন এলাকায় একযোগে লিফলেট বিতরণ, বিলবোর্ড স্থাপন, মাইকিং, সঙ্গীত পরিবেশন ও ভ্রাম্যমাণ অডিও-ভিজুয়াল ইউনিটের মাধ্যমে ভিডিওচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরি করা হচ্ছে।

এর অংশ হিসেবে সোমবার (১৯ জানুয়ারি) কাশিমপুর এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকে মাইকিং ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি অন্য একটি ট্রাকে স্থাপিত ভ্রাম্যমাণ অডিও-ভিজুয়াল ইউনিটে গণভোট ও ভোটাধিকার সংক্রান্ত ভিডিওচিত্র প্রদর্শন করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

নগরজুড়ে ইতোমধ্যে রঙিন লিফলেট মুদ্রণ ও বিতরণ, গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড ও একটি ইলেকট্রনিক বিলবোর্ড স্থাপন, প্রধান কার্যালয় নগর ভবন, আঞ্চলিক কার্যালয় ও ওয়ার্ড পর্যায়ে ড্রপ ডাউন ব্যানার স্থাপনসহ নানা কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই গণভোটের স্লোগান সংবলিত টি-শার্ট বিতরণের উদ্যোগও নেওয়া হবে।

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় সিদ্ধান্তের প্রক্রিয়া, যার মাধ্যমে আগামীর বাংলাদেশ কোন পথে এগোবে তা নির্ধারিত হবে। তিনি বলেন, নির্বাচনে ও গণভোটে অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণ এবং সচেতন সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতেই এই মাসব্যাপী প্রচারণা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বিভ্রান্তি ও অপপ্রচার এড়িয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে এবং এই প্রক্রিয়ায় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ সোহেল হাসান বলেন, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই প্রচারণা কর্মসূচি পরিচালিত হচ্ছে। তিনি জানান, নগরীর প্রতিটি ওয়ার্ডে লিফলেট বিতরণ নিশ্চিত করা হয়েছে, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে বিলবোর্ড স্থাপন করা হয়েছে এবং মাসব্যাপী মাইকিং ও ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটারদের গণভোটের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রতিটি ভোটারের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহ সৃষ্টি করা।

গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব, আমিন আল পারভেজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গণভোট ও জাতীয় নির্বাচনকে ঘিরে সিটি কর্পোরেশন সমন্বিতভাবে কাজ করছে। প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা ও গণমাধ্যম একসঙ্গে দায়িত্ব পালন করলে এই কর্মসূচি আরও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গণভোট উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও অবহিতকরণ সভা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং একই সঙ্গে নগরজুড়ে পোস্টার ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।