আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে সন্ত্রাসীদের দায়ের কোপে কুলসুম খাতুন (৪৪) রক্তাক্ত জখম অবস্থায় শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ জানুয়ারি) সকালে গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামে।
কুলসুম খাতুন বলেন বিগত ২০০৯ সালে তার স্বামী- সামাদ গাজী সুন্দরবনের মাছ ধরতে যেয়ে বাঘের আক্রমণে মৃত্যুবরণ করে।তিনি তিনটি কন্যা সন্তান নিয়ে নদীর চরে চর ভরাটি জায়গায় কুড়ে ঘর বাঁধিয়া বসবাস করিতেছে।
পূর্ব শত্রুতা জের ধরে একই এলাকার, মিলন, শাহআলম, শহিদুল খাঁ সহ অজ্ঞাত নামা ২/৩ জন আমার বাড়িতে প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে এবং এলো পাতাড়ি মারপিট করে চলে যায় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.