পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় পলাশ উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৃণমূল থেকে রাজনীতি শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে দেশে উদার রাজনীতির বিকাশ ঘটান। তাঁর সবচেয়ে বড় অবদান ছিল রাজনীতিতে সহনশীলতা ও ন্যায়সঙ্গত ভোটের পরিবেশ ফিরিয়ে আনা। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাঁর কর্মসূচি দেশের উন্নয়নে গভীর প্রভাব রেখেছে। তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ অনুসরণ করেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা ও আওলাদ হোসেন জনি, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.