দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতা-কর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা: মান্নান হার্ট এন্ড জেনারেল হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। হসপিটালের চিকিৎসক ডা: আব্দুল মোমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাওলানা আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজে শিক্ষক ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের জেলা জুড়ে ছায়া নেমে এসেছে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক বলেন, মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এন এস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তব্য রাখছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে নিকটস্থ একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি হার্ট অ্যাটাক করেছিলেন বলে জানান জামায়াতের এই নেতা।
ডা: মান্নান হার্ট এন্ড জেনারেল হসপিটালের চিকিৎসক ডা: আব্দুল মোমেন বলেন, হসপিটালে আসার আগেই আমীর সাহেবের মৃত্যু হয়েছে। সুতরাং মৃত্যুর কারণটি এখনি নিশ্চিত করে বলতে পারছি না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.