হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮ টায় নজরুল বাস স্ট্যান্ড কোল চত্বর পার হয়ে সাপাহার রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের করুণ মৃত্যু হয়েছে। উপজেলা সদর নজিপুর পৌরসভার প্রাণকেন্দ্র চার মাথা বাসষ্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলেই মোটর সাইকেলে থাকা গৃহিণী খাতিজা (২৭) এবং তার ৮ বছর বয়সী শিশু সন্তান ফাতেমা জান্নাত মারা যান। তবে ঘটনাক্রমে বেঁচে চান মোটর সাইকেলের চালক কাউসার (৩৪)। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে।উল্লেখ্য, এ সময় মোটরসাইকেল চালক কাউসার নজিপুর থেকে মোটরসাইকেলযোগে (নিহত দুজন আরোহী) কে নিয়ে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে তারা এ দুর্ঘটনার শিকার হন।
পত্নীতলা থানার তদন্ত (ওসি) আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।স্থানীয় দোকানদার ও বাসিন্দারা নজিপুর বাসস্ট্যান্ডের চত্বরের /চারমাথার চারিপাশে চার্জার, ভ্যান, সিএনজি প্রশস্ত রাস্তা দখল করে রাখার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যাপারে দ্রুত পদক্ষেপ কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.