শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বগুড়ার শেরপুরে প্রার্থণা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সার্বজনীন কালীমন্দির কমিটি ও উত্তরণ সংস্কৃত কলেজের যৌথ আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় শেরপুর পৌরসভার সান্যালপাড়া এলাকায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে এবং উত্তরণ সংস্কৃত কলেজের সহ-সভাপতি ও সাংবাদিক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ গোলাম মো. সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরণ সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিরঞ্জন রায়, পরিচালক বিমান মৈত্রেয়, টাউন বারোয়ারী পূজা কমিটির সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ মোহন্ত ও সহ-সভাপতি শ্যামল বসাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মরণ সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন ও ন্যায়পরায়ণ নেতৃত্বের প্রতীক। তিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি। নানা জুলুম-নির্যাতনের শিকার হলেও তিনি দেশ ও দেশের মানুষকে ছেড়ে কোথাও যাননি। নিজের জীবনকে তুচ্ছ করে তিনি আজীবন দেশের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.