বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
গেল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোটার ও প্রার্থীরা সবাই চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে এলাকায় পাতি নেতা ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, এসব সন্ত্রাসী প্রকাশ্যে ভোটকেন্দ্র দখলের হুমকি দিচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যদি কঠোরভাবে এসব অপতৎপরতা দমন করতে ব্যর্থ হয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবলে ভাটার লক্ষণ দেখা যাচ্ছে। বিশেষ করে চুয়াডাঙ্গায় অস্ত্র উদ্ধারের ঘটনায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যৌথবাহিনী ও পুলিশ অনেক ক্ষেত্রে কার্যকর অপারেশনে যেতে দ্বিধাগ্রস্ত হচ্ছে। এর সুযোগে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।
এবি পার্টির এই প্রার্থী আরও বলেন, অজ্ঞাতনামা মামলার নামে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। এতে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হচ্ছে এবং নির্বাচন-পূর্ব পরিবেশ ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, যৌথবাহিনীর চলমান অপারেশনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না—এমন স্পষ্ট ও দৃঢ় নিশ্চয়তা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে দেওয়া প্রয়োজন। তা না হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে না।
সবশেষে তিনি বরিশাল-৩ আসনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান।
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খাইরুল আলম সুমন বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ ভূঁইয়া এখনো লিখিতভাবে কোনো অভিযোগ দাখিল করেননি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.