রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন খুলনা জেলা শাখার সমন্বয়কারী ও জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার।
বাপার ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের পর ১১ জানুয়ারি সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার বাপা কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাপার সহসভাপতি ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. নজরুল ইসলাম। সভায় অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারকে সভাপতি এবং মোঃ আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. নজরুল ইসলাম (বেন), অধ্যাপক এম. ফিরোজ আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ খালেকুজ্জামান (বেন), অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান (সিপিডি), খুশি কবির, অধ্যাপক ড. সালেহ আহমেদ তানভীর (বেন), অধ্যাপক ড. এম. শহীদুল ইসলাম, মহিদুল হক খান, অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, অধ্যাপক আনু মুহাম্মদ, জাকির হোসেন, মিহির বিশ্বাস, মো. শাহজাহান মৃধা (বেন), হাসান ইউসুফ খান, অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, ড. মাহবুব হোসেন, আমিনুর রসুল, হুমায়ুন কবির সুমন, এস এম মিজানুর রহমান (বড়াল রক্ষা আন্দোলন), ফরিদুল ইসলাম ফরিদ (তিস্তা রক্ষা আন্দোলন, রংপুর), হিরক সরদার, ড. হালিম দাদ খান, খন্দকার আজিজুল হক মনি (যশোর), জিয়াউর রহমান (বগুড়া), রফিকুল আলম (বরিশাল), জাদ জাহান, মোহাম্মদ রকিবুল আহসান রনি (গ্রীন সেভার্স), রুহিন হোসেন প্রিন্স, স্থপতি ইকবাল হাবিব, গাউস পিয়ারী, গরহার নঈম ওয়ারা, জামাত খান, করিম উল্লাহ কলিম, হাজী শেখ আনছার আলী, শাকিল কবির, মুনছেফা তৃপ্তি, ফাহমিদা নাজনিন, অ্যাডভোকেট পারভিন আক্তার, আশরাফ আমিরুল্লাহ, অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের, শাকিউল মিল্লাত মোর্শেদ ও হাফিজুল ইসলাম।
সভায় নেতারা বলেন, পরিবেশ সংরক্ষণ, নদী রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাপার আন্দোলন আরও বেগবান করতে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব
মোকাবিলায় দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টি ও আন্দোলন জোরদার করা হবে বলেও জানান তারা।

