রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো: কবিরুল ইসলাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
একই সঙ্গে তিনি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা এস এম শাখাওয়াত হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ.স.ম. জামশেদ খোন্দকারের হাতে তিনি লিখিত আবেদন হস্তান্তর করেন।
মনোনয়ন প্রত্যাহারের পর মাওলানা মো: কবিরুল ইসলাম বলেন, অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ফসল হিসেবে আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি।
তিনি আরও বলেন, এখন থেকে খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থকরা খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা এস এম শাখাওয়াত হোসেনের পক্ষে কাজ করবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব, ঘড়ি প্রতীকের পক্ষে প্রচারণা চালাব এবং তাকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালাব।
এ ঘোষণার মাধ্যমে খুলনা-৪ আসনের নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুই দলের ঐক্যবদ্ধ অবস্থান ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.