Nabadhara
ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভেদরগঞ্জ বিএনপির দোয়া মাহফিল

শরীয়তপুর প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শরীয়তপুরের সখিপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমা বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ৬টা নাগাদ মারা যান।

তিনি ৮০ বছর বয়সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ (সখিপুর-নড়িয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী শফিকুর রহমান কিরন।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কিরন বলেন, প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কিরন বলেন,”বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও দেশের জন্য এক অমূল্য নেতৃত্ব ছিলেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দেশ ও দেশের মানুষ যেন তাঁর দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যায়।”

তিনি আরো বলেন, বাহিরের কারো হস্তক্ষেপে শরীয়তপুর-২ আসনে আগুন যেন না লাগে, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো কোন বাধাগ্রস্থ যেন না হয়। যদি বাধাগ্রস্থ দেওয়া হয় পরিস্থিতি ভালো হবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অব: কর্নেল এস এম ফয়সাল বলেন, নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, “আমরা তাঁর আদর্শকে অব্যাহত রাখব এবং দেশের গণতন্ত্র পুনঃস্থাপনের জন্য একযোগে কাজ করব।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সখিপুর থানা বিএনপির সভাপতি এস এম হামিদ সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অব: কর্নেল এস এম ফয়সাল, কেন্দ্রীয় সৈনিক দলের উপদেষ্টা মাহফুজুর রহমান লিটন পেদা, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, রয়েল মাঝি, নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান,নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মমিনুল হক স্বপন মাঝী, নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইস্তিয়াক হোসাইন উজ্জ্বল, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সখিপুর থানা যুবদল সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সরদার, মুন্সি সামসুল (দাদন),আলী হায়দার খান,মহিনুল হক স্বপন মাঝী, আজহার বেপারী, জুয়েল মাদবর,কুতুব হাওলাদার, ফয়জুক ওয়েদ খান নিক্সন, আবুল বাসার সিকদার,জসিম সিকদার সখিপুর ও নড়িয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশ-জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।