কাজী নাসির মঈদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বশীল, সক্রিয় ও অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে তৈরি হয়েছে আশাবাদ ও প্রত্যাশা।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনভিল বাপ্পি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ আলম। সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে আছেন মোখলেছুর রহমান সওদাগর। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আবু বক্কর।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সামসুল ইসলাম সামু, আর সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শাহারুল ইসলাম। কোষাধক্ষ্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী নাসির মঈদ দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাছিম মিয়া। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মীর হান্নান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কাইছার হাবীব পাপ্পু, সোহল তানভীর ও মুখফিকুর রহমান।
এছাড়াও ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও তিন বারের নির্বাচিত মেয়র আব্দুস সাত্তার মিলন, যিনি নতুন কমিটিকে দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে এগিয়ে নেবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, পেশাদার সাংবাদিকতা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং ঘোড়াঘাটের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখাই হবে তাদের মূল লক্ষ্য।
স্থানীয় সাংবাদিক সমাজ মনে করছে, এই নেতৃত্বের হাত ধরে ঘোড়াঘাট থানা প্রেস ক্লাব আরও সক্রিয়, শক্তিশালী ও জনবান্ধব সংগঠনে পরিণত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.