Nabadhara
ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল চত্বরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

সহকারী অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গণ্য করা, মানব পাচারের শিকার নারী-পুরুষের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের মর্যাদা ও সহযোগিতায় অংশগ্রহণের বিষয়ে শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

শপথ পাঠ শেষে আলোচনা সভা, মানব পাচার বিষয়ক ভিডিও প্রদর্শনী, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা এবং “স্বাক্ষরে প্রতিপাদ” প্রতিপাদ্যকে সামনে রেখে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক দেব দত্ত চক্রবর্তী, মধুসুদন দত্ত, দীপংকর সরকার, মো. মঈনুল ইসলাম, সিটিসির প্রশিক্ষক মো. আমিনুল ইসলাম ও সিটিআইপি সদস্য মনিরুজ্জামান টিটু। আলোচনা সভায় বক্তারা মানব পাচার প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পাচার রোধে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত ভূমিকা, পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তথ্যের অবাধ আদান-প্রদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

কার্যক্রম শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় নূসরাত জাহান, আব্দুল্লাহ আল মাহি, স্বর্ণালী আক্তার, হাফিজা খাতুন ও পূর্ণিমা মণ্ডল এবং কুইজ প্রতিযোগিতায় তন্বি মণ্ডল, স্বাধীন মোল্ল্যা, আব্দুল্লাহ আল নোমান, অতসী গাইন ও তনুশ্রী মিস্ত্রী বিজয়ী হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা রূপান্তর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।