আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে প্রতিষ্ঠান পর্যায়ে প্রচারাভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল চত্বরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সহকারী অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গণ্য করা, মানব পাচারের শিকার নারী-পুরুষের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের মর্যাদা ও সহযোগিতায় অংশগ্রহণের বিষয়ে শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
শপথ পাঠ শেষে আলোচনা সভা, মানব পাচার বিষয়ক ভিডিও প্রদর্শনী, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা এবং “স্বাক্ষরে প্রতিপাদ” প্রতিপাদ্যকে সামনে রেখে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক দেব দত্ত চক্রবর্তী, মধুসুদন দত্ত, দীপংকর সরকার, মো. মঈনুল ইসলাম, সিটিসির প্রশিক্ষক মো. আমিনুল ইসলাম ও সিটিআইপি সদস্য মনিরুজ্জামান টিটু। আলোচনা সভায় বক্তারা মানব পাচার প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পাচার রোধে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার সমন্বিত ভূমিকা, পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তথ্যের অবাধ আদান-প্রদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
কার্যক্রম শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় নূসরাত জাহান, আব্দুল্লাহ আল মাহি, স্বর্ণালী আক্তার, হাফিজা খাতুন ও পূর্ণিমা মণ্ডল এবং কুইজ প্রতিযোগিতায় তন্বি মণ্ডল, স্বাধীন মোল্ল্যা, আব্দুল্লাহ আল নোমান, অতসী গাইন ও তনুশ্রী মিস্ত্রী বিজয়ী হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা রূপান্তর।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.