কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়া উপজেলা বিএনপির উদ্যোগে ধোপাখালি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় ছিটাবাড়ি, শিয়ালকাঠি ক্লাব ঘর ও বগা স্কুল মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ। প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, জেলা কৃষক দলের সভাপতি আহসাবুরদৌলা জুয়েল, জেলা শ্রমিক নেতৃবৃন্দ, কচুয়া উপজেলা বিএনপি নেতারা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য জোট, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক জয়ী হলে কচুয়ায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাই হবে না। ধানের শীষ প্রতীক বিএনপি ও তারেক রহমানের প্রতীক। আমাদের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গিয়ে ৩১ দফা সম্পর্কে বিস্তারিত জানাতে হবে।

