মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
ভোটের রাজনীতিতে ধর্মের অপব্যবহার নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন দিনাজপুরের বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
তিনি বলেন, ইসলামের নামে কোনো ধরনের ভুল ব্যাখ্যা, বিভ্রান্তিমূলক বক্তব্য বা অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ইসলামপাড়া এলাকার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে রেজাউল করিম রেজু বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও প্রচারণা চালানোর অধিকার সবার আছে। এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে ভোটের রাজনীতিতে ধর্মীয় বিশ্বাসকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বা ব্যতিক্রমধর্মী বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “ইসলাম একটি পবিত্র ও শান্তির ধর্ম। ইসলামের বিষয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপব্যবহার করা হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”
বক্তব্যে তিনি ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টাকে অনভিপ্রেত উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের আহ্বায়ক রেজবানা পারভীন শিমুল, পৌর মহিলা দলের সদস্য সচিব তানজীদ মুন নিভাসহ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক খুশি, পৌর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সম্পা ও পারভীন এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

