Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনা-৪ যে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (তেরখাদা–রূপসা–দিঘলিয়া) সংসদীয় আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন

তা স্পষ্ট হয়েছে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে। এ আসনে এবার চারজন প্রার্থী ভোটের মাঠে নেমেছেন। প্রতীক হাতে পেয়ে তারা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেন। উঠান বৈঠক, মতবিনিময় সভা ও স্থানীয় পর্যায়ের সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তারা।

খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস কে আজিজুল বারী হেলাল। তিনি নির্বাচনে লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে।

খেলাফত মজলিসের প্রার্থী এস এম শাখাওয়াত হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন দেয়ালঘড়ি প্রতীক নিয়ে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইউনুস আহমেদ শেখ নির্বাচনে অংশ নিচ্ছেন হাতপাখা প্রতীক নিয়ে।

আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন এস এম আজমল হোসেন, যার প্রতীক ফুটবল।

নির্বাচনী পরিবেশ নিয়ে আশাবাদ প্রকাশ করে রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনেই এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।

প্রার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় আছে এবং সবাই আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন বলে আশা করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

খুলনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৯৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯৬৮ জন, নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ২০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন। আগামী ১২ ফেব্রুয়ারি এ আসনের ১৪৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রতীক বরাদ্দের পর চার প্রার্থীর প্রচারণা শুরু হওয়ায় এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে—খুলনা-৪ আসনে এবার চার প্রার্থীর মধ্যেই হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।