কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
সনাতন ধর্মালম্বীদের বিদ্যা, জ্ঞান, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজাকে কেন্দ্র করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমে উঠেছে প্রতিমার হাট। আগামীকাল শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত অনুষ্ঠিতব্য সরস্বতী পূজা উপলক্ষে উপজেলায় অন্তত ২৫টি স্থানে প্রতিমা বিক্রির হাট বসেছে। এসব হাটে সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেছে।
উপজেলার ঘাঘর বাজার, কালিগঞ্জ, পীড়ারবাড়ী, কান্দি, ধারাবাশাইল, শুয়াগ্রাম, চৌধূরীরহাট, রামশীল, জহরেরকান্দি, ওয়াপদারহাট, নৈয়ারবাড়ি, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, মনোহর মার্কেট, পশ্চিমপাড়, রাজাপুর, কুশলা, লাখিরপাড়সহ বিভিন্ন এলাকায় বসা হাটগুলোতে উৎসবমুখর পরিবেশে প্রতিমা কেনাবেচা চলছে।
ঘাঘর বাজারের প্রতিমা বিক্রেতা অজিৎ পাল বলেন, কোটালীপাড়ায় শতবছর ধরে সরস্বতী প্রতিমার হাট বসে আসছে। পূর্বপুরুষদের ধারাবাহিকতায় আমরাও প্রতিমা তৈরি করে এসব হাটে বিক্রি করছি। প্রতিমা বিক্রির আয়েই আমাদের সংসার চলে। তিনি আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরে ঘরে পূজার আয়োজন থাকায় প্রতিটি হাটেই ব্যাপক চাহিদা রয়েছে। এখানে এক হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন আকারের প্রতিমা বিক্রি হচ্ছে।
পশ্চিমপাড়ার বাসিন্দা নির্ঝর চক্রবর্তী বলেন, প্রতিবছরের মতো এবারও বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ জন্য ঘাঘর বাজার থেকে দুই হাজার টাকা দিয়ে একটি প্রতিমা কিনেছি।
মাদ্রা–রাধাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সম্পদ বিশ্বাস জানান, বিদ্যা লাভের আশায় শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা করে থাকে। প্রতিবছরের মতো এ বছরও তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয়েছে এবং রাধাগঞ্জ বাজার থেকে তিন হাজার টাকা দিয়ে একটি প্রতিমা কেনা হয়েছে।
কোটালীপাড়া শিল্পকলা একাডেমির শিক্ষক সজল বালা বলেন, প্রতিবছর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। পূজাকে কেন্দ্র করে চার-পাঁচ দিন আগে থেকেই উপজেলার ২০-২৫টি স্থানে প্রতিমার হাট বসে। এসব হাটে উৎসবমুখর পরিবেশে কেনাবেচা চলে। কোটালীপাড়ার ঐতিহ্যবাহী প্রতিমার হাটগুলো আরও শত বছর টিকে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.