আমিনুল ইসলাম দুর্গাপুর (রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১২টায় বানেশ্বর ইউনিয়নের শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও শৃঙ্খলা গড়ে তুলতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে শহীদ নাদের আলী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
শিক্ষার্থীদের এক্সট্রা-কারিকুলার কার্যক্রম উৎসাহিত করতে আগামী নির্বাচনের পর এখানে একটি বই উৎসব আয়োজনের কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লাইলা আক্তার জাহান, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ময়েন উদ্দিন ও রফিকুল ইসলাম তুষার, দাতা সদস্য আব্দুল হামিদ সরকার, বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান, জেলা বিএনপির সদস্য আমিনুল হক সিদ্দিকী, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত সরকার, ইউপি সদস্য আলম মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আনন্দঘন এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.