Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
জানুয়ারি ২২, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় তালা পুরাতন হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল্লাহ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মো. মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. সুজায়েত আলী। এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা, ঢাকা পল্টন থানা যুব জামায়াতের সভাপতি ডা. তবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, অ্যাডভোকেট মশিয়ার রহমান, মাওলানা কবিরুল ইসলাম, কাজী মাহফুজুর রহমান, শাহ আলম, মাওলানা রেজাউল করিম, আনোয়ার হোসেন, নাহিদ হাসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জামালুল বান্না, সাব্বির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেন, “জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আমরা দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করছি।” তিনি সকল ধর্মের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

জনসভা শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।