তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় তালা পুরাতন হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল্লাহ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মো. মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. সুজায়েত আলী। এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এজিএস মাসুদ রানা, ঢাকা পল্টন থানা যুব জামায়াতের সভাপতি ডা. তবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, অ্যাডভোকেট মশিয়ার রহমান, মাওলানা কবিরুল ইসলাম, কাজী মাহফুজুর রহমান, শাহ আলম, মাওলানা রেজাউল করিম, আনোয়ার হোসেন, নাহিদ হাসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জামালুল বান্না, সাব্বির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেন, “জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আমরা দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করছি।” তিনি সকল ধর্মের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভা শেষে একটি বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.