জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় আশাশুনি মরিচ্চাপ ব্রিজের দক্ষিণ পাশে পুরাতন সড়কে এ পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আনারুল হক ও সহকারী সেক্রেটারি ডা. রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আব্দুস সবুর, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা, ইসলামী ছাত্রশিবিরের জেলা প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, প্রভাষক দীপ্র কুমার মন্ডল, ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য রিফাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “দেশ গঠনের জন্য সোনার মানুষ প্রয়োজন। সৎ ও যোগ্য নেতৃত্ব না থাকায় জাতির কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হয়নি।” তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, ঘের দখল ও বাড়ি দখলমুক্ত দেশ গড়তে হলে সৎ নেতৃত্বের বিকল্প নেই।
তিনি আরও বলেন, “২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। সে সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ছিল দুর্নীতিমুক্ত—একটি টাকাও আত্মসাৎ হয়নি।” উন্নয়নের নামে সরকারি বরাদ্দের বড় অংশ অপচয় হয় উল্লেখ করে তিনি বলেন, “আমরা ইনশাল্লাহ একটি টাকাও দুর্নীতি করবো না। আমরা দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই।”
পথসভা শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

