সিরাজগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের আংশিক) আসনের ছয়জন প্রার্থী একমঞ্চে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী, প্রশাসন ও ভোটারদের সম্মিলিত দায়িত্ব রয়েছে।
অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কাজিপুর সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান এবং জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞা।
ইশতেহার পাঠ করেন বিএনপির প্রার্থী সেলিম রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহিনুর আলম, জাতীয় পার্টির প্রার্থী জহুরুল ইসলাম, গণঅধিকার পরিষদের প্রার্থী মল্লিকা খাতুন, নাগরিক ঐক্যের প্রার্থী নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর।
এসময় সকল প্রার্থী নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রার্থীর নির্বাচনী এজেন্ট, প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.