মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের ঐতিহাসিক আইনপুর মাঠ বৃহস্পতিবার লাখো মানুষের জনসমুদ্রে পরিণত হয়। বিএনপির নির্বাচনী প্রচারণার প্রথম দিন উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিকেল তিনটায় তারেক রহমান বক্তব্য রাখেন। এ সময় তিনি মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখবে। তিনি বলেন, জনগণের শক্তিই দেশের সবচেয়ে বড় শক্তি—এই শক্তিকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তরুণদের হাতেই। গণতন্ত্র ও ন্যায়ের প্রশ্নে কোনো আপস করা হবে না। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষকদের জন্য কৃষি কার্ড, প্রবাসীদের জন্য দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থা এবং চা-শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সারাদেশে অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান।
শান্তিপূর্ণ এই জনসমাবেশকে ঘিরে আইনপুর মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

