Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ঢেঁকির সুরে শেকড়ের গল্প

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

যখন সারা দেশ আধুনিকতার ছোঁয়ায় যন্ত্রনির্ভর জীবনে অভ্যস্ত, তখন ২০২৬ সালেও দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ইসলামপাড়া গ্রামে এখনো শোনা যায় ঢেঁকির ছন্দময় ঢং… ঢং… শব্দ। সেই শব্দ যেন শুধু ধান ভাঙার নয়—এটি গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যের হৃদস্পন্দন।

ইসলামপাড়া গ্রামের মাবিয়া বেগমের উঠানে দাঁড়ালেই চোখে পড়ে একটি কাঠের তৈরি পুরোনো ঢেঁকি। বয়সের ভারে কিছুটা জীর্ণ হলেও তার কার্যকারিতা আজও অটুট। আধুনিক রাইস মিলের যুগে দাঁড়িয়ে এই ঢেঁকি দিয়েই ভাঙা হচ্ছে ধান—তৈরি হচ্ছে চাল। সেই চাল দিয়েই রান্না হবে ক্ষীর, যা খাওয়ানো হবে গ্রামের ছোট ছোট শিশুদের।

ঢেঁকি মূলত গ্রামবাংলার প্রাচীন খাদ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্র। যুগ যুগ ধরে ধান থেকে চাল, চাল থেকে আটা কিংবা নানা ধরনের খাদ্য প্রস্তুতে ঢেঁকি ছিল অপরিহার্য। বিদ্যুৎ বা জ্বালানি ছাড়াই মানুষের শক্তিকে কাজে লাগিয়ে এই যন্ত্র খাদ্য উৎপাদনে ভূমিকা রেখেছে শত শত বছর।

ঢেঁকিতে ভাঙা ধানে চালের পুষ্টিগুণ অনেকাংশে অক্ষুণ্ন থাকে। ধানের খোসা ধীরে ছাড়ানো হয় বলে চাল হয় সুগন্ধি ও স্বাস্থ্যসম্মত। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য ঢেঁকিতে ভাঙা চাল বেশি উপকারী।

এক সময় গ্রামবাংলার প্রতিটি উঠানেই ছিল ঢেঁকি। নারীদের মিলনস্থল ছিল এই ঢেঁকির চারপাশ। গল্প, হাসি আর শ্রমে মুখর থাকত সকাল-বিকেল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দৃশ্য আজ প্রায় বিলুপ্ত। বিদ্যুৎচালিত মেশিন আর রাইস মিল ঢেঁকিকে ঠেলে দিয়েছে বিস্মৃতির অতলে।

২০২৬ সালেও ঢেঁকির ব্যবহার—একটি ব্যতিক্রমী উদাহরণ মাবিয়া বেগম বলেন, “মেশিনে ভাঙা চাল পাওয়া যায় ঠিকই, কিন্তু ঢেঁকিতে ভাঙা চালে যে স্বাদ আছে, তা আলাদা। শিশুদের জন্য ক্ষীর বানাবো বলেই ঢেঁকিতে ধান ভাঙছি।”

তার এই উদ্যোগ শুধু খাদ্য প্রস্তুত নয়—এটি এক ধরনের মানবিকতা, ঐতিহ্যের প্রতি ভালোবাসা এবং শেকড়কে আঁকড়ে ধরার প্রতীক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।