রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নে একযোগে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে মিছিল, সমাবেশ, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা সদরে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপি নেতা রবিউল হোসেন, মোল্লা মাহবুবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমাউন কবির, বিল্লাল হোসেন, আজিজুর রহমান আজিবার, মিল্টন মুন্সী, সিকদার এবাদুল ইসলাম, আবুল হোসেন বাবু মোল্লা, এসকে নাসির আহমেদ, ইউসুফ শেখ, ইমদাদুল ইসলাম, মোবাশ্বের আলম, সাইফুল মোড়ল, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম, ইমামুল ইসলাম, তৌহিদুল ইসলাম, খান গিয়াসউদ্দিন, এডভোকেট শহিদুল ইসলাম, লাজুক ইসলাম ও তৌহিদুল ইসলাম।
এ ছাড়া কর্মসূচিতে যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু ও গোলাম মোস্তফা ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সী ও শামীম আহমেদ রমিজ এবং কৃষক দল নেতা রাজু চৌধুরী ও সাবু মোল্লা অংশ নেন। ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ টগর ও সাব্বির হোসেন লিমন।
কর্মসূচিতে সাবেক ছাত্রনেতারাও সক্রিয়ভাবে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন চৌধুরী আশাবুর রহমান, আমিনুল ইসলাম, রাজু শেখ, মহিদুল ইসলাম, মেহেদী চৌধুরী ও রাজু চৌধুরী। পাশাপাশি মহিলা দলের নেত্রী কোহিনুর বেগম, ফাতেমা বেগম, বিথী বেগম ও রুপালি বেগমও গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন।
একই সময়ে তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নের পৃথক পৃথক এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল, সমাবেশ, গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু বলেন, তেরখাদা উপজেলার প্রতিটি ইউনিয়নে ধানের শীষের পক্ষে ইতোমধ্যে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

