শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট—এই তিনটি উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-১ সংসদীয় আসন। এ আসনে ভোটের মাঠে লড়বেন মোট আটজন প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থীদের তালিকায় বাগেরহাট-১ আসনের ৮ জন প্রার্থীকে চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে এ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। বাছাই পর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুজিবুর রহমান শামীম এবং স্বতন্ত্র প্রার্থী মো. মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গত ২০ জানুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মামুনুল হক তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
চূড়ান্ত ৮ জন প্রার্থী হলেন—বিএনপি মনোনীত প্রার্থী ও মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের কপিল কৃষ্ণ মণ্ডল,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মশিউর রহমান খান,বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর আ. সবুর শেখ,বাংলাদেশ মুসলিম লীগের এম. ডি. শাসুল হক,আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মো. আমিনুল ইসলাম,এবং জাতীয় পার্টির স,ম গোলাম সরোয়ার।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য এম. এ. এইচ. সেলিম ও জেলা বিএনপির সদস্য মো. শেখ মাসুদ রানা।

