মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মনিরামপুর উত্তর মাথা গোহাটা থেকে স্বতন্ত্র প্রার্থী শহীদ ইকবালের কলস মার্কার নির্বাচনী প্রচারণার গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শহীদ ইকবালের গণমিছিল ও পথসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই পৌর শহরের মেইন সড়ক ও হলি গলিতে মানুষের ঢল নামে। মেইন সড়কসহ আশপাশের এলাকায় অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক।
মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা গণমিছিলস্থলে জড়ো হতে থাকেন। বিকাল গড়াতেই পৌর শহর লোকে লোকারণ্য হয়ে ওঠে। নেতা-কর্মীদের হাতে কলস প্রতীক ও শহীদ ইকবালের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যায়। পুরো শহরজুড়ে ‘কলস’ ও ‘শহীদ ইকবাল’ স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়।
জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টায় নির্বাচনী গণমিছিল শুরুর মধ্য দিয়ে উপজেলাজুড়ে স্বতন্ত্র প্রার্থীর কলস প্রতীকের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এই গণমিছিলকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গণমিছিল শেষে আয়োজিত পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যশোর-৫ (মনিরামপুর) আসনের কলস মার্কার স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.