মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রচারণার প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মনিরামপুরে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সংসদ সদস্য প্রার্থীর কাছ থেকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যশোর-৫ (মনিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পক্ষে পৃথক গণমিছিল বের করা হয়। গণমিছিলের কারণে যশোর–সাতক্ষীরা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরদূরান্তের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
জানা যায়, বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর পরদিন বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের কলস প্রতীকের পক্ষে পৌরশহরে একটি গণমিছিল বের হয়। ওই মিছিলে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। এ সময় পৌরশহর এলাকায় যশোর–সাতক্ষীরা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্বতন্ত্র প্রার্থীর মিছিল শেষ হওয়ার পরপরই জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে আরেকটি গণমিছিল বের করা হয়। এতে মহাসড়কের যানজট আরও তীব্র আকার ধারণ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিল চলাকালীন সময় শেষের দিকে দুই প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের কলস প্রতীকের প্রতিনিধি নিস্তার ফারুকের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে, একই অভিযোগে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের দাড়িপাল্লা প্রতীকের প্রতিনিধি আহসান হাবীব লিটনের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনের দায়ে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রার্থীর প্রতিনিধিদের জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.