Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট-২ আসনে নির্বাচনী উত্তাপ: মাত্রাইয়ে বিএনপির জনসভায় ঐক্যের বার্তা

জয়পুরহাট প্রতিনিধি 
জানুয়ারি ২২, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠজুড়ে ছিল স্লোগান, ব্যানার-ফেস্টুন আর নির্বাচনী আমেজ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল বারী বলেন,“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। জয়পুরহাট-২ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমেই তারা ধানের শীষকে বিজয়ী করবে—ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির ও যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার। বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

জনসভায় কালাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ ভোটাররা অংশ নেন। জনতার উপস্থিতি ও সাড়ায় পুরো এলাকায় তৈরি হয় নির্বাচনী উত্তেজনা ও উৎসবের আবহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।