জয়পুরহাট প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাঠজুড়ে ছিল স্লোগান, ব্যানার-ফেস্টুন আর নির্বাচনী আমেজ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল বারী বলেন,“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। জয়পুরহাট-২ আসনের মানুষ আজ ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমেই তারা ধানের শীষকে বিজয়ী করবে—ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।
মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির ও যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার। বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
জনসভায় কালাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ ভোটাররা অংশ নেন। জনতার উপস্থিতি ও সাড়ায় পুরো এলাকায় তৈরি হয় নির্বাচনী উত্তেজনা ও উৎসবের আবহ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.