রাজবাড়ী প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে ১০ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী হিসেবে মো. নুরুল ইসলামকে ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর থেকেই তাঁর পক্ষে এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী-১ আসনে মো. নুরুল ইসলামের সমর্থনে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের আজাদী ময়দানে এসে জড়ো হন। পরে নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার স্লোগানকে সামনে রেখে একটি বৃহৎ গণমিছিল বের করা হয়।
গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পুনরায় আজাদী ময়দানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজবাড়ী-১ আসনের ভোটারদের মধ্যে ১০ দলীয় জোটের প্রার্থী মো. নুরুল ইসলামের পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, জোটের ঐক্য, সংগঠিত প্রচারণা ও গণমানুষের সমর্থনের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হবে।
এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানোসহ গণসংযোগ কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ ভোটারদের মাঝেও নির্বাচনকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

