স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইল-১আসনের বিএনপি’র বিদ্রোহী(স্বতন্ত্র)প্রার্থী ও জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য অধ্যাপক বি এম নাগিব হোসেন কে সমর্থন ও নির্বাচনি প্রচারণা চালানোয় কালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার হোসেন কে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার(২২জানুয়ারি)রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য নড়াইল জেলার কালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার হোসেন কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। তবে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য,নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার (দাড়িপাল্লা), ইসলামী আন্দলন বাংলাদেশ এর আব্দুল আজিজ (হাতপাখা), জাতীয় পার্টি মিল্টন মোল্যা (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন (কলস), লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস, এম, সাজ্জাদ হোসেন (ফুটবল) এবং সুকেশ সাহা আনন্দ (ঘোড়া) প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.