সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার গণমাধ্যম কর্মীদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে।
প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের মধ্যে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।
২২ ও ২৩ জানুয়ারি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান ও আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির।
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচনের রিপোর্টিং , চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় নির্বাচনী আইন বিধি-বিধান বিষয়ে বিস্তারিত ধারণা, নির্বাচন প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরা হয়। ভুয়া তথ্য, অপতথ্য, ভূয়া সংবাদ, হেড স্পিচ, গুজব , প্রোপাগান্ডা ইত্যাদি প্রশিক্ষণে তুলে ধরা হয়।
প্রশিক্ষকগণ গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং সাংবাদিকতা ও নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণে উপস্থাপন করেন। এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ নির্বাচনী আইন লঙ্ঘন অনিয়ম অপরাধ সম্পর্কে ধারণা দেন।
২৩ জানুয়ারি দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক ইয়ামিন আলীর সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, প্রশিক্ষণের সমন্বয়ক প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন।
পরে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করে।এতে জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মী অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.