রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনা-৪ সংসদীয় আসনে ১০ দলীয় জোটের শরিক দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা এস এম শাখাওয়াত হোসাইনের পক্ষে তেরখাদা উপজেলায় গণসংযোগ করেছেন জোটের নেতারা।
শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এতে প্রার্থী নিজেও সরাসরি অংশ নেন।
গণসংযোগকালে প্রার্থী মাওলানা এস এম শাখাওয়াত হোসাইন স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং দেওয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় ১০ দলীয় জোটের শরিক দলগুলোর জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা মো. কবিরুল ইসলাম, জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা এমদাদুল হক, মহানগর খেলাফত মজলিস সভাপতি মাস্টার হারুনুর রশিদ, জেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক ও রূপসা উপজেলা তিনবারের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ জোবায়ের।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর খেলাফত মজলিস সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, মহানগর বাংলাদেশ খেলাফত মজলিস সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, মহানগর খেলাফত মজলিস সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ চঞ্চল, জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ) এবং জেলা খেলাফত মজলিস সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন।
গণসংযোগে আরও অংশ নেন তেরখাদা উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আখতারুজ্জামান, তেরখাদা উপজেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ, রূপসা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, খুলনা জেলা খেলাফত মজলিস নির্বাহী সদস্য মাওলানা মফিজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী এম এ কাদের, তেরখাদা উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী মো. শহিদুজ্জামান, তেরখাদা উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী মো. আরাফাত হোসেন, জেলা যুবশক্তি যুগ্ম আহ্বায়ক আলী আজগর, জেলা শ্রমিক শক্তি সদস্য সাগর হাওলাদার।
গণসংযোগে আরও ছিলেন জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অর্থ বিষয়ক সম্পাদক আবু জাফর, রূপসা পূর্ব উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি মো. আল-আমিন, মহানগর খেলাফত মজলিস নির্বাহী সদস্য মোস্তফা, রূপসা উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি জসিম উদ্দীন, রূপসা উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক হেলাল মুন্সি।
এ সময় আরও উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা হাফিজুর রহমান, তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি নাহিদ ইসলাম, মধুপুরী ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাওলানা শাহাজাহান, মোহাম্মদুল্লাহ হাফেজী, ইসরাফিল ও মুহিব্বুল্লাহ জিহাদীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতারা জানান, খুলনা-৪ আসনে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে আগামী দিনগুলোতে গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.